চট্টগ্রামে শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জিইসি মোড়ে বিএমএ ভবনে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক
পাহাড়িকা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি মো. আলম জানান, নিয়মিত কেউ ময়লা নিতে আসে না। এতে নানা দুর্ভোগ পোহাতে হয়; কিন্তু টাকা আদায় করা হচ্ছে ঠিকই। যার কাছ থেকে যা পারছে, তা-ই আদায় করছে। কোনো নীতিমালা কেউ মানছে না। আমরা দুটি ডাস্টবিনের জন্য মেয়রের কাছে আবেদন করেছি।